ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

করবেন না নির্বাচন, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত সাবেক উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ২৯ ১২:৩৫:০১
করবেন না নির্বাচন, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র নেওয়া হয়েছে, তবে তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না এবং মনোনয়নপত্রও জমা দেওয়া হবে না।

এ বিষয়ে মাহফুজ আলমের ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানান, কেউ আবেগে পড়ে তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহফুজ আলম এতে বিব্রত হয়েছেন এবং নিজে অংশগ্রহণ করবেন না। তিনি নিজেই ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর–১ আসনে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও আরও ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে বিএনপির হারুনুর রশিদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলমসহ অন্যান্যরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে