ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেষ মুহূর্তে সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

২০২৫ ডিসেম্বর ২৯ ১২:২০:০৩
শেষ মুহূর্তে সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির জেলা সদস্য কামরুজ্জমান কামরুল শেষ মুহূর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর), রাত ৯টার দিকে তিনি বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পান। এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের চাপের মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর কামরুজ্জমান কামরুল বলেন, “গুলশানে অবস্থিত দলীয় কার্যালয় থেকে ফোনে আমাকে জানানো হয়। পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা হয় এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়।”

কামরুলের অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই মনোনয়নকে চূড়ান্ত এবং সন্তোষজনক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এতে সুনামগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনী মাঠে দল ঐক্যবদ্ধভাবে এগোতে পারবে।

যদিও এই আসনের প্রাথমিক প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক বলেন, “সোমবার (২৯ ডিসেম্বর) আমি বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেব। কামরুজ্জমান কামরুল আমার বিকল্প হিসেবে সংযুক্তি পেয়েছেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে