ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা–ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

২০২৫ ডিসেম্বর ২৯ ১১:০০:৩০
ঢাকা–ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে জন্মেজয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন খুলে সরিয়ে ফেলায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জানিয়েছে, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি রেললাইন ক্ষতিগ্রস্ত থাকার কারণে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, জন্মেজয় এলাকায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আরএনবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এদিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়। কে বা কারা এই নাশকতা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হলে ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে