ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নারী ও কিশোরীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন নিষিদ্ধ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:১২:৩০
নারী ও কিশোরীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজস্থানের জালোর জেলার ১৫টি গ্রামে নারী ও কিশোরীদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় পঞ্চায়েত।

সম্প্রতি জালোর জেলার ভিনমাল এলাকার সুন্ধামাতা পট্টি পঞ্চায়েত (চৌধুরী সম্প্রদায়) আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী, নারীরা শুধু কিপ্যাডযুক্ত সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন; ক্যামেরাযুক্ত বা স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের মধ্যে মোবাইল আসক্তি বাড়ছে এবং দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে চোখের ক্ষতির ঝুঁকিও তৈরি হচ্ছে। এসব কারণ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

নিষেধাজ্ঞা অনুযায়ী, বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা প্রতিবেশীর বাড়িতে গেলেও নারী ও কিশোরীরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। আগামী ২৬ জানুয়ারি থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে।

কালদা গ্রামের এক পঞ্চায়েত সদস্য বলেন, নারীদের ক্যামেরাযুক্ত ফোন রাখা উচিত নয়। তবে শিক্ষাগত প্রয়োজনে স্কুলপড়ুয়া মেয়েরা ঘরের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। তবে বাইরে বা সামাজিক অনুষ্ঠানে মোবাইল বহন করা তাদের জন্য নিষিদ্ধ থাকবে।

এদিকে পঞ্চায়েতের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সামাজিক কর্মী ও নারী অধিকার সংগঠনগুলো। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত নারীবিরোধী, পশ্চাৎপদ ও কর্তৃত্ববাদী। এটি নারীদের স্বাধীনতা, চলাফেরার অধিকার এবং মৌলিক মানবাধিকারের পরিপন্থি বলেও মন্তব্য করেছেন তারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে