ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২০২৫-২৬ সালের রিটার্ন জমা দেওয়ার নতুন সময়সীমা ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২৮ ১১:৫৩:৫১
২০২৫-২৬ সালের রিটার্ন জমা দেওয়ার নতুন সময়সীমা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে। মূলত নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর ২০২৫, যা পরে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ করা হয়েছিল। এবার সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

এনবিআরের দ্বিতীয় সচিব মো. একরামুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ অনুযায়ী জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমতি অনুযায়ী এই সময়সীমা পরিবর্তন করা হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি কর বছরে ইতিমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। ৪ আগস্ট ২০২৫ সালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬৫ বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। যারা এই বাধ্যবাধকতার বাইরে, তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে