ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

২০২৫ ডিসেম্বর ২৭ ২০:১৬:২৪
এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। পরবর্তীতে তাসনিম জারা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সিদ্ধান্তের কথা জানান।

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া সেই পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী না হয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। এতে করে এনসিপির হয়ে তার নির্বাচনী যাত্রার সম্ভাবনার অবসান ঘটে।

ফেসবুক পোস্টে তাসনিম জারা খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবার বাসিন্দাদের উদ্দেশে লেখেন, তিনি ওই এলাকারই মেয়ে এবং সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি দলীয় পরিচয়ের বাইরে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লড়াই চালিয়ে যাবেন তিনি। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সেই অঙ্গীকার থেকে সরে আসবেন না। সে কারণেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।

তাসনিম জারা আরও উল্লেখ করেন, কোনো দলের প্রার্থী হলে সংগঠিত কর্মীবাহিনী, দলীয় অফিস এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুযোগ তার থাকবে না। এই অবস্থায় তার একমাত্র শক্তি ও ভরসা সাধারণ মানুষ।

নিজের সততা, নিষ্ঠা এবং নতুন ধরনের রাজনীতি করার দৃঢ় মানসিকতার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলেই কেবল তিনি তাদের সেবা করার সুযোগ পাবেন।

পোস্টে তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত, আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর নির্ধারিত ফরমে জমা দিতে হবে। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে বলে জানান তিনি। এক দিনে এত স্বাক্ষর সংগ্রহ কঠিন হওয়ায় স্বেচ্ছাসেবক ও স্থান সহায়তার জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং এ সংক্রান্ত একটি ফেসবুক গ্রুপের লিংক শেয়ার করেন।

দ্বিতীয়ত, আগে নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন—স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার কারণে কেউ অর্থ ফেরত চাইলে তা দেওয়া হবে। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট ফরম পূরণের নির্দেশনা দেন তিনি এবং যাচাই শেষে অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেন। ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া দাতাদের ক্ষেত্রেও শিগগিরই প্রক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষে তিনি নিজেকে এলাকাবাসীর কন্যা হিসেবে পরিচয় দিয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে