ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

২০২৫ ডিসেম্বর ২৭ ১৭:৪৩:৪১
৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের সব আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের বিদ্যমান চেক বই ব্যবহার করে টাকা উত্তোলনের সুযোগ পাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অনিয়ম ও ঋণ খেলাপির কারণে চরম তারল্য সংকটে পড়া পাঁচটি ব্যাংককে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, আগামী সপ্তাহের মধ্যেই পাঁচ ব্যাংকের আমানত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের কাজ সম্পন্ন হতে পারে। স্থানান্তর শেষ হলে গ্রাহকদের ব্যাংক হিসাব স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের হিসাবে রূপান্তরিত হবে। এতে গ্রাহকরা তাদের বিদ্যমান চেক বই ব্যবহার করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট আমানত নিরাপদ থাকবে এবং প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় এই ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা বাড়বে এবং একসঙ্গে বেশি টাকা তোলার প্রবণতাও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সব প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতা দূর করে আগামী সোমবার থেকে গ্রাহকদের হিসাব স্থানান্তরের কার্যক্রম শুরু হবে। স্থানান্তরের ফলে গ্রাহকদের নতুন হিসাব নম্বর স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে এবং তারা নতুন ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন।

টাকা উত্তোলন প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, প্রাথমিকভাবে গ্রাহকরা দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। তবে ধাপে ধাপে এই সীমা বাড়ানো হবে। যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত উত্তোলন করতে পারবেন।৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল থাকবে। প্রয়োজনে তারা যেকোনো পরিমাণ অর্থ তুলতে পারবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনাকল্যাণ ভবনে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

বর্তমানে একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। সারা দেশে এসব ব্যাংকের রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে