ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী বদল

২০২৫ ডিসেম্বর ২৭ ১৬:৫১:৩৭
চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী বদল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম–৪ আসনে (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) প্রাথমিক মনোনয়নে পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আসলাম চৌধুরী তার মনোনয়নপত্র প্রদর্শন করেন।

মতবিনিময় সভায় বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, “ইচ্ছে করেই কিছুটা সময় নিয়েছি সবাইকে ধৈর্যশীল ও সহনশীল থাকার বার্তা দিতে। আশা করি, আজ থেকে আর কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগ ও ভালোবাসার ফল। আপনাদের দাবির পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করা হয়েছে। এই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে সবাইকে সব মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে