ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির হত্যার পেছনে শকিং আন্তর্জাতিক ষড়যন্ত্র!

২০২৫ ডিসেম্বর ২৭ ১৫:২৯:১৭
হাদির হত্যার পেছনে শকিং আন্তর্জাতিক ষড়যন্ত্র!

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যার পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা কাজ করেছে। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডটি প্রকাশ্য দিবালোকে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে করা হয় এবং এতে দেশে-বিদেশে একাধিক পক্ষ জড়িত ছিল।

মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশ ছেড়ে বিদেশে গিয়ে এই হত্যার ছক কষেছিল। তদন্তে জানা গেছে, ফয়সাল ২১ জুলাই সিঙ্গাপুর যায় এবং ২৬ জুলাই দেশে ফেরে। এই পাঁচ দিনের মধ্যে হাদিকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সিঙ্গাপুরে পৌঁছানোর পর মালয়েশিয়ার সীমান্ত এলাকায় বসে বৈঠক করা হয়।

ফয়সালের স্ত্রী ও প্রেমিকাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে ফয়সাল স্ত্রীকে জানান, এমন সময় আসতে পারে যখন দেশে থাকা যাবে না। একই সঙ্গে একটি ব্যাংক হিসাবের কথা উল্লেখ করে পরিবারকে আশ্বস্ত করেন।

হত্যার আগে ফয়সাল, বাইক চালক আলমগীর ও প্রেমিকা মারিয়া আক্তার সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন কটেজে রাত কাটায়। ফয়সাল মারিয়াকে জানায়, পরদিন এমন ঘটনা ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। তবে স্ত্রী ও প্রেমিকা কেউই আগেই ঘটনার প্রকৃতি বুঝতে পারেনি।

পুলিশ জানিয়েছে, ফয়সাল ও আলমগীরকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ও তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। হালুয়াঘাট সীমান্ত দিয়ে এ অভিযান সম্পন্ন হয়।

হাদির হত্যার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা এই এলাকায় ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেছেন এবং হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে হাদিকে মাথায় গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে দাফন করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে