ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পাঁচ ব্যাংকের একীভূতকরণ

আমানতকারীর হিসাব স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত

২০২৫ ডিসেম্বর ২৭ ১৫:০৫:২১
আমানতকারীর হিসাব স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক—এর আমানতকারীদের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

পরবর্তী সপ্তাহে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান ব্যাংকগুলোর গ্রাহকদের আমানত স্বয়ংক্রিয়ভাবে নবগঠিত ব্যাংকে স্থানান্তরিত হবে। গ্রাহকরা তাদের বর্তমান চেকবুক ব্যবহার করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট আমানত সুরক্ষিত থাকবে এবং এর উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত ব্যাংকের উপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং উত্তোলনের চাপ কমবে।

উল্লেখযোগ্য, একীভূতকরণে যাওয়া ব্যাংকগুলোতে মোট ৭৫ লাখ আমানতকারীর আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, এবং ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রায় ৭৬% খেলাপি। শাখা-নেটওয়ার্ক অনুযায়ী, দেশের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ এ ব্যাংকগুলোর রয়েছে।

খেলাপি ঋণের হার সর্বোচ্চ ইউনিয়ন ব্যাংকে ৯৮%, এরপর ফার্স্ট সিকিউরিটি ৯৭%, গ্লোবাল ইসলামি ৯৫%, সোশ্যাল ইসলামি ৬২.৩% এবং এক্সিম ব্যাংক ৪৮.২%।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে