ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফের ইস্পাত শিল্পের নেতৃত্বে জিপিএইচের জাহাঙ্গীর আলম

২০২৫ ডিসেম্বর ২৫ ১৮:১২:০৬
ফের ইস্পাত শিল্পের নেতৃত্বে জিপিএইচের জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবারও বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক সমিতির (বিএসএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদে টানা আরও দুই বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

বর্তমানেও বিএসএমএর সভাপতির দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুনর্নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সংগঠনটির মহাসচিব হিসেবে নির্বাচিত হন সুমন চৌধুরী।

এজিএমে সদস্যদের ভোটে বিএসএমএর নতুন নির্বাহী পরিষদও গঠিত হয়। এতে মুহাম্মদ শহীদুল্লাহ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি আমের আলী হোসেন, মো. আবদুস সালাম এবং মারুফ মহসিন সহ-সভাপতির দায়িত্ব পান।

নবগঠিত কমিটিতে ফুরকান মোহাম্মদ এন হোসেন ও মো. জাকারিয়া (জাকি) যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর অর্থ পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মো. সাইফুর রহমান খোকনকে।

এ ছাড়া সৌমিত্র কুমার মুৎসুদ্দি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, শাহরিয়ার জাহান সাংগঠনিক পরিচালক এবং মো. সারওয়ার আলম প্রচার পরিচালক হিসেবে নির্বাচিত হন।

পরিষদের অন্যান্য পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরায়েল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ ও মো. হাসান মিয়া।

বিএসএমএ নেতারা জানান, নবনির্বাচিত নির্বাহী পরিষদ আগামী দিনগুলোতে দেশের ইস্পাত শিল্পকে আরও শক্তিশালী করা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিল্পখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে