ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৭ বছর পর ফিরে মঞ্চে নজির গড়লেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ১৭:৪৮:৪১
১৭ বছর পর ফিরে মঞ্চে নজির গড়লেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনার মঞ্চে একটি ব্যতিক্রমী দৃশ্য উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত বিশেষ চেয়ার সরিয়ে রেখে তিনি সাধারণ একটি চেয়ারে বসেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে ওঠেন তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সেখানে পৌঁছান। মঞ্চে ওঠার পর নিজের জন্য রাখা বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ একটি চেয়ার টেনে বসেন তিনি। এরপর নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বিকেল ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করে তিনি বলেন,“রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি।” তিনি স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহি বিপ্লব, ১৯৯০-এর গণআন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের কথা।

এক পর্যায়ে নিজের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের বক্তব্যের অনুকরণে তারেক রহমান বলেন,“আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।”

তিনি বলেন, এই পরিকল্পনা দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য। পরিকল্পনা বাস্তবায়নে গণতন্ত্রকামী সব মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন,“আজ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তবে লক্ষ-কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব।”তিনি আরও বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ—সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার চায়।

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে