ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাড়ে ১৬ বছরের পর দেশে ফিরলেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ১২:৩৭:১১
সাড়ে ১৬ বছরের পর দেশে ফিরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ হাজার ২৫ দিন পর নিজ মাতৃভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে নামার পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

বিমানবন্দরের ভেতরে প্রবেশের পর তারেক রহমান প্রথমেই জড়িয়ে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি সেখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। নেতাকর্মীদের শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

ভিআইপি লাউঞ্জে পৌঁছালে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক স্বাগত জানান। এ সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়, যখন তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা পরিয়ে নিজের জামাতাকে বরণ করে নেন। তিনি নাতনি জাইমা রহমানকেও পরম আদরে বুকে টেনে নেন। তারেক রহমানও বেশ কিছু সময় তাঁর শাশুড়ির পাশে বসে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর ও সংলগ্ন এলাকাগুলোতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। আজ বিকেল থেকেই তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিগুলো শুরু হওয়ার কথা রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে