ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৬.১ মাত্রার ভূমিকম্পে কাপল তাইওয়ান

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:০৬:৩৫
৬.১ মাত্রার ভূমিকম্পে কাপল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের দক্ষিণপূর্ব উপকূলে বুধবার (২৪ ডিসেম্বর) ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী তাইপাইসহ দেশটির বিভিন্ন স্থান কম্পিত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১.৯ কিলোমিটার গভীরে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তারা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাননি।

চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হলেও তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। তাইওয়ানে বিভিন্ন এলাকায় তাদের ফ্যাক্টরি অবস্থিত।

ভূগোলগত কারণে তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে, ফলে এটি ভূকম্পন প্রবণ এলাকা। ২০১৬ সালে বিধ্বংসী ভূমিকম্পে ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছিল। সর্বশেষ ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল ১৯৯৯ সালে, যেখানে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে