ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৪৬তম বিসিএসে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৫ ডিসেম্বর ২৪ ১৮:৪৭:৫৬
৪৬তম বিসিএসে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সাধারণ ক্যাডারের ১,৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থীর জন্য এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) কমিশন সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে প্রার্থীরা দেখতে পারবেন।

কমিশন জানিয়েছে, যুক্তিসংগত কারণে প্রার্থীর সুবিধার্থে প্রয়োজন হলে মৌখিক পরীক্ষার সূচিতে পরিবর্তনের অধিকার তারা সংরক্ষণ করবেন।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই পরীক্ষায় মোট ৪,০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জবস কর্নার এর সর্বশেষ খবর

জবস কর্নার - এর সব খবর



রে