ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মক্কা-মদিনার মুসল্লিদের প্রিয় মুয়াজ্জিনের বিদায়

২০২৫ ডিসেম্বর ২৩ ১২:০৭:৫১
মক্কা-মদিনার মুসল্লিদের প্রিয় মুয়াজ্জিনের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা ও মদিনার ধর্মীয় মহলে এক শোকের দিন। মসজিদে নববীর প্রবীণ মুয়াজ্জিন শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মঙ্গলবার ইন্তেকাল করেছেন। মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি মরহুমের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

মরহুমের জানাজা মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়। এরপর তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মসজিদে নববীর একাধিক সম্প্রসারণ প্রকল্পে অংশ নিয়েছেন। প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি তারাবিহ ও কিয়ামুল লাইল পড়তে এখানে সমবেত হন। লাখ লাখ মুসল্লির মাঝে ঐতিহাসিক জামাতে আজানের দায়িত্বও পালন করেছেন তিনি।

শায়খ ফয়সাল ২০০১ সালে (হিজরি ১৪২২ সন) মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। তার পরিবার কয়েক প্রজন্ম ধরে মসজিদে নববীতে আজানের দায়িত্ব পালন করে আসছে।

তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আর তার পিতা মাত্র চৌদ্দ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হন। পিতাজন নব্বই বছরের বেশি বয়স পর্যন্ত নিষ্ঠার সঙ্গে আজান দিয়েছেন।

২০০১ থেকে ২০২৫ (১৪২২ থেকে ১৪৪৭ হিজরি) পর্যন্ত শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান ২৫ বছর ধরে আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে