ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৩ ০৭:৫০:৫৬
ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সোমবার (২২ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত এই ডিভিডেন্ড শেয়ারহোল্ডারা অনুমোদন করেছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

ক্রাউন সিমেন্ট পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করেন।

বার্ষিক সাধারণ সভায় আগামী ৩০ জুন ২০২৬ সমাপ্ত হতে যাওয়া নতুন অর্থবছরের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। এ ছাড়া সভায় পরিচালকদের নির্বাচন ও পুনর্নির্বাচনের বিষয়টিও অনুমোদিত হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির ধারাবাহিক উন্নতিতে সভায় বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ মোহাম্মদ মজনু এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ। এ ছাড়া পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, সোলাইমান কবির, মুশাররাত মহজাবিনসহ স্বতন্ত্র পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির সিনিয়র জিএম ও কোম্পানি সচিব এম মোজাহারুল ইসলাম।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে