ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফু-ওয়াং সিরামিককে অডিটরের লাল কার্ড

২০২৫ ডিসেম্বর ২৩ ০৭:২৫:২৩
ফু-ওয়াং সিরামিককে অডিটরের লাল কার্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নানা অনিয়ম ও তথ্যের ঘাটতি খুঁজে পেয়েছেন নিরীক্ষক। ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের এই প্রতিবেদনে নিরীক্ষক 'কোয়ালিফাইড ওপিনিয়ন' এবং 'এম্পাসিস অফ ম্যাটার' উভয়ই জারি করেছেন। এর অর্থ হলো, কোম্পানির আর্থিক হিসাব পুরোপুরি বাতিল না করলেও এমন কিছু বড় অসংগতি পাওয়া গেছে যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ফু-ওয়াং সিরামিকের কাছে বর্তমানে ৭৯ লাখ টাকার দাবিহীন ডিভিডেন্ড জমা রয়েছে। এর মধ্যে ৫৪ লাখ টাকাই তিন বছরের বেশি সময় ধরে অবণ্টিত অবস্থায় পড়ে আছে। বিএসইসির ২০২১ সালের নির্দেশনা অনুযায়ী, তিন বছরের বেশি পুরনো দাবিহীন ডিভিডেন্ড ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা বাধ্যতামূলক। কিন্তু কোম্পানিটি অডিট চলাকালীন সময় পর্যন্ত এই অর্থ স্থানান্তর করেনি, যা সরাসরি নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন। মূলত এই অনিয়মের কারণেই কোম্পানিটির বিরুদ্ধে 'কোয়ালিফাইড ওপিনিয়ন' দেওয়া হয়েছে।

এ ছাড়াও, 'এম্পাসিস অফ ম্যাটার' অংশে নিরীক্ষক আরও কিছু উদ্বেগজনক বিষয় তুলে ধরেছেন। কোম্পানিটির গ্র্যাচুইটি ফান্ড এবং শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ ও কল্যাণ তহবিলের (ডব্লিউপিপিএফ) গত বছরের কোনো নিরীক্ষিত প্রতিবেদন নেই। পাশাপাশি, আর্থিক প্রতিবেদনে ৭ কোটি ৯৯ লাখ টাকার আয়কর সঞ্চিতি দেখানো হলেও, বর্তমানে ট্যাক্স অ্যাসেসমেন্ট বা কর নির্ধারণের সর্বশেষ অবস্থা কী, তা প্রকাশ করা হয়নি।

যদিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কর সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী প্রান্তিকে প্রকাশ করা হবে, তবে নিরীক্ষকের মতে এই সামগ্রিক অসংগতিগুলো ফু-ওয়াং সিরামিকের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পানির এমন তথ্য গোপন করার প্রবণতা ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে