ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ২২ ০০:৩৯:৪০
ন্যাশনাল টিউবস লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) লাইসেন্সধারী এমএস ও জিআই পাইপ উৎপাদনকারী রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড (এনটিএল)-এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুঃ আনোয়ারুল আলম। তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় এনটিএল-এর পরিচালনা পর্ষদ পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (বিএসটিআই) নুরুন্নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র প্রফেসর ড. রিদওয়ানুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন এনটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিরুপম সিংহ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আবু সাঈম।

বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার, বিএসইসির সচিবসহ ন্যাশনাল টিউবসের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। সভায় প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং আগামী অর্থবছর-এর লক্ষ্যমাত্রা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে