ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনএসআই-এর ১৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের জাল

২০২৫ ডিসেম্বর ২২ ০০:৩৩:৪৯
এনএসআই-এর ১৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের জাল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অন্দরে দুর্নীতির শিকড় খুঁজতে বড় ধরনের অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির তিন অতিরিক্ত পরিচালক এবং ছয় যুগ্ম পরিচালকসহ মোট ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং একই সাথে তদন্তের জন্য ১৩ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তের আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এম এস কে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন। এ ছাড়া যুগ্ম পরিচালকদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল হোসেন, জি এম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ এবং শেখ শাফিনুল হক।

তালিকায় আরও রয়েছেন উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ প্রাথমিক পর্যালোচনায় পাওয়া গেছে।

গোয়েন্দা সংস্থার স্পর্শকাতর পদে থেকে এসব অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা রাষ্ট্রের নিরাপত্তার চেয়ে ব্যক্তিগত সম্পদ আহরণকেই গুরুত্ব দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগগুলো খতিয়ে দেখতে উপপরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী তদন্ত দল গঠন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের এই কঠোর অবস্থান প্রশাসনের ভেতর এক ধরনের সতর্কবার্তা দিচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আলোচিত ব্যবসায়ী নাফিজ সরাফাতের বিপুল সম্পদের পর এবার খোদ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন তদন্ত দুর্নীতিবিরোধী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

দুদক জানিয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে খুব শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

এসইউ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে