ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আরডি ফুডে ১৮ কোটি টাকার ডিভিডেন্ড জালিয়াতি: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০২৫ ডিসেম্বর ২১ ২৩:৫৮:৩৬
আরডি ফুডে ১৮ কোটি টাকার ডিভিডেন্ড জালিয়াতি: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জনপ্রিয় দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড বা আরডি ফুডের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ জালিয়াতি ও অসঙ্গতি খুঁজে পেয়েছেন নিরীক্ষক। প্রতিষ্ঠানটির অডিট রিপোর্টে দাবিহীন ডিভিডেন্ড-এর বিপুল অর্থ ব্যাংকে না থাকা এবং কর ফাঁকির মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পক্ষ থেকে দেওয়া ‘কোয়ালিফাইড ওপিনিয়ন’-এ জানানো হয়েছে যে, কোম্পানিটি নিয়ম অনুযায়ী বর্তমান বছরের ২২.৫ শতাংশ হারে ডেফার্ড ট্যাক্স হিসাব না করে পুরনো ১৫ শতাংশ হারে তা গণনা করেছে। এর ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

নিরীক্ষকের প্রতিবেদনে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো কোম্পানিটির দাবিহীন ডিভিডেন্ড সংক্রান্ত অসংগতি। আরডি ফুডের বর্তমানে ১৮.৮৯ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে প্রদেয় রয়েছে, যার একটি বড় অংশ বিএসইসির নিয়ম অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) জমা দেওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১.৯৪ লাখ টাকা জমা আছে। নিরীক্ষক স্পষ্টভাবে জানিয়েছেন, ডিভিডেন্ড-এর জন্য সংরক্ষিত থাকার কথা এমন প্রায় ১২.৯০ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেই; বরং কোম্পানিটি সেই অর্থ অবৈধভাবে তাদের ব্যবসায়িক ও দৈনন্দিন পরিচালন কাজে ব্যয় করেছে।

কোম্পানিটির আর্থিক স্বাস্থ্য যে অত্যন্ত নাজুক, তার প্রতিফলন ঘটেছে তাদের মুনাফাতেও। চলতি অর্থবছর-এ আরডি ফুড ৪ কোটি ৬১ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের ৭ কোটি ৬৮ লাখ টাকার তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। আমদানি খরচ বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে এই ধস নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি আইপিও সাবস্ক্রিপশনের ৫৭ লাখ ৩৭ হাজার টাকাও এখন পর্যন্ত সমন্বয় করা হয়নি, যা কোম্পানির মূলধন পরিস্থিতির ভুল চিত্র তুলে ধরছে।

অডিট রিপোর্টে আরডি ফুডের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো আগের বছরের ১ কোটি ৪৭ লাখ টাকা থেকে কমে মাত্র ১৬ লাখ টাকায় নেমে এসেছে। নগদ টাকার এই তীব্র সংকটের কারণে কোম্পানিটি ব্যাংক ঋণ এবং অন্যান্য দায় পরিশোধে ব্যর্থ হচ্ছে। শেয়ারবাজার-এর তালিকাভুক্ত একটি কোম্পানির এমন আর্থিক বিশৃঙ্খলা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।

এসইউ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে