ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের উপ সেনাপতির শেষ বিদায়

২০২৫ ডিসেম্বর ২১ ১৬:২৭:২১
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের উপ সেনাপতির শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের ইতিহাসে যিনি ছিলেন কৌশল ও নেতৃত্বের নীরব স্থপতি, সেই বীর উত্তম এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই মহান মুক্তিযোদ্ধার জানাজা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিমানবাহিনী ঘাঁটি বাশার, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডের মাঠে এ কে খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বর্তমান ও সাবেক প্রধানরা এবং মরহুমের স্বজনরা জানাজায় অংশ নেন।

জানাজার শুরুতে পল বেয়ারাররা এ কে খন্দকারের মরদেহ নিয়ে ধীরগতিতে মার্চ করে নির্ধারিত মঞ্চের সামনে পৌঁছান। এরপর তার কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার ছেলে জাফরুল করিম খন্দকার।

নামাজ শেষে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্র ও বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শেষ পর্বে মরহুমের সম্মানে বিমানবাহিনীর ফ্লাইপাস্টের মাধ্যমে দেওয়া হয় সামরিক সালাম।

জানাজার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কে খন্দকারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমানবাহিনীতে (পিএএফ) পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। প্রাথমিকভাবে তিনি ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

পিএএফ একাডেমিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন—ফ্লাইট কমান্ডার, স্কোয়াড্রন কমান্ডার এবং ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং হিসেবে। পরবর্তীতে তিনি পাকিস্তান বিমানবাহিনীর প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালে ঢাকায় পিএএফ বেইসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক ভূমিকার ভিত্তি গড়ে দেয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে