ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে স্বচ্ছতা ও বিশ্লেষণে এআই হবে বড় শক্তি

২০২৫ ডিসেম্বর ০৮ ২৩:০০:৫৭
শেয়ারবাজারে স্বচ্ছতা ও বিশ্লেষণে এআই হবে বড় শক্তি

নিজস্ব প্রতিবেদক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ও সঠিক ব্যবহার ভবিষ্যতে দেশের শেয়ারবাজারে তথ্যের স্বচ্ছতা, বিশ্লেষণের গতি এবং নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তাঁর মতে, শেয়ারবাজারের জটিল ডেটা বিশ্লেষণ, বাজারের গতিপ্রকৃতি বোঝা এবং বিনিয়োগকারী আস্থা বৃদ্ধিতে এআই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরাম (সিএমজেএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই এসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিএমজেএফ ও বিআইসিএম।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু আলী এবং বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, যিনি সেশনটি সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।

বিএসইসির সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ওয়াজিদ হাসান শাহ বলেন, “সম্প্রতি শেয়ারবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসান হতে যাচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ঝুঁকি, লেনদেন প্রবণতা ও অন্যান্য ডেটা বিশ্লেষণ করা সম্ভব। শুধু এসব প্রতিষ্ঠানই নয়, শেয়ারবাজার-সম্পর্কিত যেকোনো জটিল তথ্য বিশ্লেষণেও এআই ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, উন্নত বাজারগুলোতে বিনিয়োগ বিশ্লেষণ, ঝুঁকি নিরূপণ, করপোরেট গভর্ন্যান্স পর্যালোচনা, এমনকি বাজার–অনিয়ম শনাক্ত করতেও এআই এখন অপরিহার্য। বাংলাদেশের শেয়ারবাজারও সেই পর্যায়ে পৌঁছাতে চাইলে এআই দক্ষতা অর্জন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “বর্তমান সময়ে এআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শেয়ারবাজারও ব্যতিক্রম নয়। সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং পরিবর্তিত প্রযুক্তিনির্ভর পরিবেশে এগিয়ে রাখতে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সিএমজেএফ নিয়মিতভাবে সদস্যদের দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে। “আজকের এআই-ভিত্তিক প্রশিক্ষণও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ,” উল্লেখ করেন তিনি।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়। অংশগ্রহণকারীরা এআই-এর মৌলিক ধারণা, ডেটা প্রয়োগ, বাজার বিশ্লেষণে এআই-এর ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে