ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই কোম্পানির বোনাসে শেয়ারে সম্মতি দিল বিএসইসি

২০২৫ ডিসেম্বর ০৮ ২২:৫৩:২৭
দুই কোম্পানির বোনাসে শেয়ারে সম্মতি দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলবোর্ডের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং এসএমই বোর্ডের স্টার অ্যাডহেসিভ লিমিটেড—দুই প্রতিষ্ঠানের ঘোষিত বোনাস ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (০৮ ডিসেম্বর) পৃথক চিঠির মাধ্যমে কোম্পানি দুটিকে বিষয়টি জানানো হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৭ সেপ্টেম্বর সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরে মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে—এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ বোনাস। বিএসইসি এই ৯ শতাংশ বোনাস ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে।

বোনাস শেয়ার পাওয়ার জন্য কোম্পানিটি ১৭ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে। নিরীক্ষিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য বছরে সিভিওর শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। আলোচ্য বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা এবং ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে (পুনর্মূল্যায়নসহ) ৩০ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায়, হাইব্রিড পদ্ধতিতে।

অন্যদিকে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে স্টার অ্যাডহেসিভ সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের মোট ৬২.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে—এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ৫০ শতাংশ বোনাস। বোনাস ডিভিডেন্ড বিতরণে প্রয়োজনীয় যৌক্তিকতা যাচাই শেষে বিএসইসি সম্মতি দিয়েছে।

কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি, যেখানে শেয়ারহোল্ডাররা ডিভিডেন্ড অনুমোদন করলে রেকর্ড ডেট ঘোষণা করা হবে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, স্টার অ্যাডহেসিভের সর্বশেষ বছরে ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৯৫ পয়সা। আলোচ্য বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬৩ পয়সা এবং ৩০ জুন ২০২৫ তারিখে এনএভিপিএস ছিল দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৬ পয়সা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে