ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঋণ সংকটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প: চ্যালেঞ্জের মুখে নারী উদ্যোক্তারা

২০২৫ ডিসেম্বর ০৮ ১৮:৫০:১৩
ঋণ সংকটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প: চ্যালেঞ্জের মুখে নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক: দেশের কুটির, ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত বর্তমানে ঋণ ঘাটতি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। এই খাতে প্রায় ২৮০ কোটি ডলার ঋণ ঘাটতি রয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ৬৫ শতাংশ এখনও আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে, অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের ওপর নির্ভরশীল।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার দ্বিতীয় দিনে ‘স্বয়ংক্রিয় উদ্ভাবনের মাধ্যমে সিএমএসএমই খাতের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের সভাপতি মো. মুসফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক মূল প্রবন্ধে বলেন, সিএমএসএমই খাতের বড় প্রতিবন্ধকতা হলো ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় জামানত ও সম্পদের অভাব। এই শিল্পগুলোর জন্য বড় বাজারে প্রবেশের সুযোগ সীমিত এবং পর্যাপ্ত অর্থ বা অনলাইনে উপস্থিতি তৈরির সুযোগও খুবই কম। পাশাপাশি, প্রযুক্তিগত দক্ষতা এবং অর্থ সংক্রান্ত জ্ঞানের অভাবও খাতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

প্রধান অতিথি শীষ হায়দার চৌধুরী বলেন, সিএমএসএমই খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে স্বয়ংক্রিয় উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এছাড়া ব্যাংকিং প্রতিষ্ঠান ও আর্থিক সহযোগিতা ছাড়া এই খাতকে সমৃদ্ধ করা সম্ভব নয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে