ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৯১ বারের মতো পেছাল রিজার্ভ চুরির প্রতিবেদন

২০২৫ ডিসেম্বর ০৮ ১৮:০৯:০৪
৯১ বারের মতো পেছাল রিজার্ভ চুরির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। মামলার তদন্ত সংস্থা সিআইডি আজ দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার নতুন তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ করেন।

প্রসঙ্গত, আজই মূলত তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি দাখিল করতে না পারায় আদালত আরও একবার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এটি মামলার ইতিহাসে ৯১তম দফা, যেখানে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ওই অর্থ ফিলিপাইনের একটি ব্যাংকে স্থানান্তরিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, দেশের অভ্যন্তরেও একটি চক্র এই পাচারের সঙ্গে যুক্ত ছিল, যা হ্যাকার গ্রুপের সহায়তায় সম্পন্ন হয়।

এই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ও ৩৭৯ ধারায়। তবে নয় বছর পার হলেও এখন পর্যন্ত চুরির অর্থের সঠিক দিকনির্দেশ বা দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

মামলার দীর্ঘ স্থগিতাদেশ এবং তদন্ত প্রক্রিয়ার ধীরগতি দেশবাসীর কাছে অর্থ চুরি ও সরকারি রিজার্ভ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। সংশ্লিষ্টরা বলছেন, সিআইডি-সহ তদন্ত সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানো না হলে এই ধরনের জটিল অর্থপাচার মামলার সমাধান হওয়া কঠিন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে