ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মক্কা-মদিনায় নতুন নিয়ম: খাবার দিলেই জরিমানা

২০২৫ ডিসেম্বর ০৪ ১৯:২৮:১১
মক্কা-মদিনায় নতুন নিয়ম: খাবার দিলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মক্কা ও মদিনায় কবুতরকে খাবার দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে হোলি ক্যাপিটাল অথরিটি। নিয়ম ভাঙলে ব্যক্তিকে ১,০০০ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।

পবিত্র দুই শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগবালাই ছড়ানো রোধ এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মটি কার্যকর রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এছাড়া স্থানীয় নাগরিক ও তীর্থযাত্রীদেরও উৎসাহিত করা হচ্ছে কোনো ভাঙা নিয়মের ছবি বা তথ্য পুলিশকে জানাতে।

বাংলাদেশিরা মনে করছেন, পবিত্র মক্কা ও মদিনার পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষার স্বার্থেই এমন কঠোর ব্যবস্থা প্রয়োজন। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে আরেকটি বিষয়ও গুরুত্ব পাচ্ছে—বিদেশে অবস্থানরত কিছু বাংলাদেশির নিয়ম-কানুন মানার উদাসীনতা। ট্রাফিক আইন অমান্য, অপ্রয়োজনে ভিড় সৃষ্টি করা বা নিষিদ্ধ স্থানে ব্যাঘাত ঘটানো জাতীয় ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রক্রিয়ায় অনীহা বা কঠোরতার একটি কারণও এ ধরনের নিয়ম অমান্য করা আচরণ। কিছু মানুষের অশৃঙ্খল আচরণ পুরো জাতির ওপর দায় চাপাচ্ছে।

এ কারণে বিশেষ করে হজ ও উমরাহ পালনে পবিত্র ভূমিতে গেলে নিয়ম-কানুন মানা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শৃঙ্খলা, ভদ্রতা এবং সচেতনতার মাধ্যমে একজন মুমিনের সুন্দর চরিত্র ফুটে ওঠে এবং ইবাদতের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে