ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দাপুটে জয় বাংলাদেশের

২০২৫ ডিসেম্বর ০৪ ১৬:০৪:৪৫
ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দাপুটে জয় বাংলাদেশের

ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিতে না পারলেও স্থান নির্ধারণী লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ১৭–২৪তম স্থান নির্ধারণী ম্যাচে লাল সবুজের তরুণরা ওমানকে ১৩–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে।

মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য দেখায় বাংলাদেশ। প্রথম তিনটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারলেও পরে গোলের ধারা একবার শুরু হলে আর থামে না।

১১তম মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন। এরপর মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আরও দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে দ্রুত হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। স্কোর দাঁড়ায় ৩–০। চলতি টুর্নামেন্টে এটি আমিরুলের তৃতীয় হ্যাটট্রিক।

১৯তম ও ২৫তম মিনিটে রাকিবুল হাসানের দুটি ফিল্ড গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। বিরতির আগে ৩৩তম মিনিটে আব্দুল্লাহ ষষ্ঠ গোল করেন এবং ঠিক এক মিনিট পর ৩৪তম মিনিটে আমিরুল নিজের চতুর্থ গোলটি যোগ করেন।

বিরতির পরও গোলমুখী আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ৪০তম মিনিটে ওবাদুল হাসান জয় অষ্টম গোল করেন। এরপর ৪৬:০৫–এ রাকিবুলের তৃতীয় গোল ও ৪৬:২৮–এ আব্দুল্লাহর গোল স্কোরলাইনকে দাঁড় করায় ১০–০তে।

৫১তম মিনিটে মোহাম্মদ সাজু একটি ফিল্ড গোল করেন। ৫৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল তার পঞ্চম গোল করেন। ম্যাচের শেষ মিনিটে (৬০’) সাজুর আরেকটি গোল বাংলাদেশের ১৩–০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে।

আগামী ৬ ডিসেম্বর ১৭–২০তম স্থান নির্ধারণী ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে সম্ভাবনাময় খেলা দেখিয়েছিল দলটি।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে