ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্প পরিবারের জন্য বড় ধাক্কা!

২০২৫ ডিসেম্বর ০৪ ১১:৩৮:০৪
ট্রাম্প পরিবারের জন্য বড় ধাক্কা!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক রিপাবলিকান সিনেটর ‘এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে একটি বিল উত্থাপন করেছেন, যার মাধ্যমে দেশটিতে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব করা হয়েছে। এই আইনের অধীনে, মার্কিন নাগরিকদের শুধুমাত্র এক দেশের প্রতি আনুগত্য থাকতে হবে।

বিলটি পাস হলে মার্কিন নাগরিকদের দুই দেশের নাগরিকত্ব ধরে রাখার অনুমতি থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তাঁর ছেলে ব্যারন ট্রাম্পও এই আইনের আওতায় পড়বেন। প্রস্তাবিত আইনের নিয়ম অনুযায়ী, দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে মার্কিন নাগরিকত্ব বা বিদেশি নাগরিকত্বের মধ্যে একটি ত্যাগ করতে হবে।

বর্তমান আইনে মার্কিন নাগরিকরা বিদেশি নাগরিকত্ব রাখতে পারেন এবং উভয় দেশের আইন মেনে চলতে বাধ্য থাকেন। প্রস্তাবিত আইনের পক্ষপুষ্টি করছেন এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আইন কার্যকর হলে মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও বাধ্য হবেন একটির ওপর আনুগত্য স্থির করতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে