ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

সৌদিসহ ৭ দেশের প্রবাসীদের জন্য দুঃসংবাদ

২০২৫ নভেম্বর ২৭ ১৬:১৯:০০
সৌদিসহ ৭ দেশের প্রবাসীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরবসহ সাতটি দেশে এই নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন।

প্রবাসীরা ভুল বা অসম্পূর্ণ ঠিকানা দেওয়ায় নিম্নোক্ত দেশগুলোতে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসি—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া।

সালীম আহমাদ খান বলেন—“সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়। ঠিকানার তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এই সাত দেশে নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে।”

ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৫১ হাজারের বেশি।নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন স্বাভাবিকভাবে চলছে নিম্নোক্ত দেশগুলোসহ আরও বহু দেশে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ইত্যাদি।

বাংলাদেশে অবস্থানরত নিম্নোক্ত বিশেষ ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর এর মধ্যে পোস্টাল ভোটে নিবন্ধন করতে পারবেন—ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে