ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

২০২৫ নভেম্বর ২৬ ১৭:০৭:৩৪
মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদরাসাপড়ুয়া নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবা শামীম ব্যাপারীর (৩৩) বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। শামীম ব্যাপারী ওই মেয়েটির বাবা বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শামীম ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর কোলপাড় এলাকার শাহজাহান ব্যাপারীর ছেলে।মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা সিজারিয়ান অপারেশনের কারণে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ৭ নভেম্বর মামা বাড়ি থেকে বিকেল ৫টার দিকে শামীম মেয়েকে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় করে বের হন।

তবে মেয়েকে মাদরাসায় না নিয়ে তিনি পাশের গ্রামের আফসার কাজীর বাগান সংলগ্ন একটি নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে মেয়েকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা শেষে তিনি মেয়েকে মাদরাসায় রেখে দ্রুত পালিয়ে যান।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, ‘শামীম ব্যাপারী তার নিজ মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই মেয়ের মামা সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অতঃপর অভিযান চালিয়ে ঢাকার নবাবগঞ্জ থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে