ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

‘আমি ভেঙে পড়েছি,আমার আর কিছু রইল না।’

২০২৫ নভেম্বর ২৭ ১০:৫৯:৩৯
‘আমি ভেঙে পড়েছি,আমার আর কিছু রইল না।’

নিজস্ব প্রতিবেদক : হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে আরও ৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় এখনও ২৭৯ জন নিখোঁজ, স্থানীয় কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। খবর—বিবিসি।

আগুন বেশির ভাগ নিয়ন্ত্রণে এলেও এখনো কিছু অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটিকে হংকংয়ের ফায়ার সার্ভিস লেভেল–৫ (সর্বোচ্চ মাত্রা) অগ্নিদুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে। গত ১৭ বছরে এটাই প্রথম লেভেল–৫ অগ্নিকাণ্ড।

আগুন লাগার সঙ্গে সঙ্গে আবাসিক কমপ্লেক্সটির ১ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে ভবনে আটকা পড়া স্বজনদের খোঁজে অনেকে রাতভর উদ্বেগে অপেক্ষা করেন।

প্রায় ৪০ বছর ধরে ওয়াং ফুক কোর্টে বসবাস করা ৬৬ বছর বয়সি হ্যারি চেউং রয়টার্সকে বলেন,‘প্রচণ্ড শব্দ হলো। তাকিয়ে দেখি পাশের ব্লকে আগুন। তাড়াহুড়া করে কিছু জিনিসপত্র নিয়ে বের হয়ে আসি। এখন কী অনুভব করছি—সেটা ভাষায় বোঝানো কঠিন।’

কোয়াং ফুক এস্টেটের এক নারী সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, আগুনের পর থেকে তার কয়েকজন বন্ধুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

৬৫ বছর বয়সি জেসন কং রয়টার্সকে বলেন, তার এক প্রতিবেশী ভবনে আটকা পড়ার কথা ফোনে জানিয়েছেন। তিনি বলেন,‘আমি বিধ্বস্ত। দেখুন, অ্যাপার্টমেন্টগুলো পুড়ছে… আমি জানি না এখন কী করব।’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বয়স্ক এক নারী বলেন, অগ্নিকাণ্ডের সময় ভবনে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু আশ্রয়হীন হয়ে এখন তিনি সম্পূর্ণ অসহায়—‘আমি ভেঙে পড়েছি। আমার আর ঘর বলতে কিছু রইল না।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে