ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

আইপিও বিধিমালা: মেঘনা-ডিবিএলসহ শীর্ষ ইস্যুয়ারদের সঙ্গে বিএসইসি’র বৈঠক

২০২৫ নভেম্বর ২৬ ১৭:০২:৫৮
আইপিও বিধিমালা: মেঘনা-ডিবিএলসহ শীর্ষ ইস্যুয়ারদের সঙ্গে বিএসইসি’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের কাঠামোকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্য নিয়ে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা, ২০২৫’ প্রসঙ্গে অংশীজনদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির প্রবেশকে আরও সুগম ও নিয়মবদ্ধ করতেই এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইস্যুয়ার কোম্পানিগুলো খসড়া রুলস নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করে। সকাল ১১টায় শুরু হওয়া এই সংলাপে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। নতুন আইপিও নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা যাচাই এবং তাদের মতামত সংগ্রহের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় শেয়ারবাজারের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ কাঠামো, ইস্যুয়ার কোম্পানির স্বার্থ এবং বিনিয়োগকারী সুরক্ষার দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল দেশের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এবং পরিচালক তানভির মোস্তফা খসড়া আইপিও রুলস সম্পর্কিত তাঁদের পর্যবেক্ষণ, ঝুঁকি মূল্যায়ন এবং বাস্তবায়নগত দিক নিয়ে সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন। দ্রুত অনুমোদন প্রক্রিয়া, তথ্য প্রকাশ কাঠামো, ইস্যু ম্যানেজমেন্টের কৌশলগত দিক এবং আন্তর্জাতিক মান প্রতিপালনের মতো সূক্ষ্ম বিষয়গুলো তাঁদের আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া, মেঘনা গ্রুপের সিনিয়র ডিজিএম মোঃ আফজাল হোসেন রুলসের প্রয়োগগত সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদ ব্যাখ্যা দেন, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

এই গুরুত্বপূর্ণ সংলাপে বিএসইসি কমিশনার মোঃ আলী আকবর এবং ফারজানা লালারুখসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবের রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। ইস্যুয়ার কোম্পানিগুলোর কর্পোরেট প্রতিনিধি এবং নীতিনির্ধারকদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল—ইলেকট্রোমার্ট লিমিটেড এর চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের বিনিয়োগ পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের সিএফও কাজী নাসির উদ্দিন, এবং ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মোঃ শাহ আলম মিয়া সহ আরও অনেকে।

উপস্থিত অংশগ্রহণকারীরা প্রচলিত আইন আধুনিকায়ন এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে এই আলোচনাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে যে, অংশীজনদের কাছ থেকে মতামত গ্রহণ শেষ হলে দ্রুতই খসড়া বিধিমালা চূড়ান্ত করে সরকারি প্রজ্ঞাপন জারির প্রস্তুতি শুরু হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে