ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

এইচএসসির নির্বাচনি পরীক্ষা-ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৫ নভেম্বর ২৬ ১৮:৫২:৪৮
এইচএসসির নির্বাচনি পরীক্ষা-ফরম পূরণের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে। বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক মো. কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত ‘অতীব জরুরি’ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনি পরীক্ষার ফলাফল ২৬ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে প্রকাশ করতে হবে।

তথ্য অনুযায়ী, নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের এই সময়সীমা সব কলেজ ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানকে অনুসরণ করতে হবে। ফলাফল প্রকাশের পর ১ মার্চ, ২০২৬ থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের সময়সূচি, পরীক্ষার ফি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যথাসময়ে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বোর্ডের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে নির্বাচনি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা এবং ফরম পূরণের প্রস্তুতি যথাযথভাবে নিশ্চিত করতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে