ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

টিভিতে আজকের যত খেলা (২৭ নভেম্বর)

২০২৫ নভেম্বর ২৭ ১৩:৪৩:৪২
টিভিতে আজকের যত খেলা (২৭ নভেম্বর)

সরকার ফারাবী: আজ (বৃহস্পতিবার) ক্রীড়াপ্রেমীদের জন্য সত্যিকারের সুপার স্পোর্টস ডে। দিনজুড়ে নানা জায়গায় নানা ধরনের ইভেন্ট থাকলেও সন্ধ্যার পর থেকেই শুরু হবে টানা উত্তেজনা ক্রিকেটের হাইভোল্টেজ লড়াই, ফুটবলের বিশ্বমঞ্চের ফাইনাল এবং ইউরোপা লিগের দারুণ সব ম্যাচ মিলিয়ে নজর কাড়বে আজকের আয়োজন।

বাংলাদেশ–আয়ারল্যান্ড: টি-টোয়েন্টি সিরিজের সূচনা

বাংলাদেশের ঘরের মাঠে আজই শুরু হচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শুরুর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নতুন উত্তেজনায় ভাসবে।

এছাড়া একই দিনে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ফুটবলে চোখ থাকবে বিশ্বমঞ্চে

শুধু ক্রিকেট নয়, ফুটবলেও আজ বড় লড়াইয়ের দিন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।

এরপর রাত ১০টায় জমজমাট ফাইনালে লড়বে পর্তুগাল ও অস্ট্রিয়া যেখানে নির্ধারিত হবে এই আসরের নতুন চ্যাম্পিয়ন।

ইউরোপা লিগ: রাতজুড়ে রোমাঞ্চ

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপা লিগের একাধিক আকর্ষণীয় ম্যাচও থাকবে সূচিতে। ফুটবলের ভক্তরা চাইলে রাতভর ইউরোপা লিগের ম্যাচে চোখ রেখে উপভোগ করতে পারবেন জমজমাট প্রতিযোগিতা।

সব মিলিয়ে আজকের দিনটি পরিণত হয়েছে ক্রিকেট ও ফুটবলভক্তদের জন্য এক উৎসবমুখর স্পোর্টস ম্যারাথনে।

এক নজরে দেখে নিন আজ (বৃহস্পতিবার) টিভিতে যেসব খেলা দেখবেন:

ইভেন্টম্যাচসময়চ্যানেল
ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড (১ম টি-টোয়েন্টি) সন্ধ্যা ৬টা টি স্পোর্টস, নাগরিক
ত্রিদেশীয় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা এ স্পোর্টস
ফুটবল (অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ)
৩য় স্থান নির্ধারণী ব্রাজিল-ইতালি সন্ধ্যা ৬-৩০ মি. ফিফা প্লাস
ফাইনাল পর্তুগাল-অস্ট্রিয়া রাত ১০টা ফিফা প্লাস
ফুটবল (ইউরোপা লিগ)
গ্রুপ পর্ব অ্যাস্টন ভিলা-ইয়াং বয়েজ রাত ১১-৪৫ মি. সনি স্পোর্টস ১
গ্রুপ পর্ব রোমা-মিতিউলান রাত ১১-৪৫ মি. সনি স্পোর্টস ২
গ্রুপ পর্ব লিল-দিনামো জাগরেব রাত ১১-৪৫ মি. সনি স্পোর্টস ৫
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে