ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ কাল-যেভাবে দেখবেন সরাসরি

২০২৫ নভেম্বর ২৬ ০২:৩০:০৪
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ কাল-যেভাবে দেখবেন সরাসরি

সরকার ফারাবী: টেস্ট সিরিজ শেষ হতেই এবার সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন যাত্রা শুরু হবে আগামীকাল, ২৭ নভেম্বর, চট্টগ্রামে। সিরিজের প্রথম ম্যাচটি দিবা-রাত্রির, যার প্রথম বল হাতবে সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের লক্ষ্য ভিন্ন

টেস্টে হারের পর আয়ারল্যান্ড দল সীমিত ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চাইবে। অন্যদিকে বাংলাদেশ চায় নিজেদের শক্তির জায়গায় ওডিআই/টি-২০ ফরম্যাটে আত্মবিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে।

ম্যাচের মূল তথ্য

টুর্নামেন্ট: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

ম্যাচ: প্রথম টি-২০

তারিখ: ২৭ নভেম্বর ২০২৫

সময়: সন্ধ্যা ৬:০০টা (বাংলাদেশ সময়)

ভেন্যু: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম

বাংলাদেশ দল একাদশে কী ভাবছে টিম ম্যানেজমেন্ট?

টেস্ট সিরিজে সাফল্যের পর একই ছন্দ সীমিত ওভারের ক্রিকেটেও দেখতে চায় দল। উইকেট অনুযায়ী সেরা কম্বিনেশন বাছাই করার চেষ্টা চলছে। লিটন দাস, শান্ত ও তাসকিন আহমেদের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে চূড়ান্ত একাদশ জানা যাবে টসের পর।

আয়ারল্যান্ডের চ্যালেঞ্জ চট্টগ্রামের স্পিন পরিস্থিতি

সবুজ উইকেটের দলে অভ্যস্ত আইরিশরা এবার মুখোমুখি হবে চট্টগ্রামের স্পিনসহায়ক পরিবেশের। পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবির্নি দ্রুত মানিয়ে নিতে পারলে প্রতিযোগিতা জমে উঠতে পারে।

ম্যাচ শুরুর কাউন্টডাউন

২৬ নভেম্বর রাত পর্যন্ত ম্যাচ শুরু হতে অপেক্ষা মাত্র ১ দিন ১৬ ঘণ্টা। ক্রিকেটপ্রেমীরা ইতোমধ্যেই টি-২০/ওডিআই লড়াইয়ের উত্তেজনায় মুখর।

ম্যাচটি যেসব মাধ্যমে দেখা যাবে

বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে—

টি স্পোর্টস (T Sports)

গাজী টিভি (GTV Sports)

বঙ্গ (Bongo BD) — অ্যাপ ও ওয়েব

র‍্যাবিটহোল BD — অ্যাপ ও ইউটিউব (সাবস্ক্রিপশন নির্ভর)

সনি লিভ (Sony LIV) — যদি সম্প্রচার অধিকার সক্রিয় থাকে

এছাড়াও crickbuzz এর মাধ্যমে খেলাটি উপভোগ করতে পাবেন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে