ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
Sharenews24

পে-স্কেল নিয়ে এবার মিলল নতুন তথ্য

২০২৫ নভেম্বর ২৭ ১১:৪৬:০৩
পে-স্কেল নিয়ে এবার মিলল নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক : নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত জাতীয় বেতন কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে বলে জানা গেছে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আলোচনা হয়—৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া এবং ১৫ ডিসেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের পরিকল্পনা।

বাদিউল কবির জানিয়েছেন, কমিশন দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চলছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কমিশন ইতিমধ্যেই ১–১৫ অক্টোবরের মধ্যে সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতামত অনলাইনে সংগ্রহ করেছে। এছাড়া গত ২৪ নভেম্বর সচিবদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠিত হয় ২৭ জুলাই এবং এতে ২৩ সদস্য রয়েছেন। কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য এই কমিশন গঠন করা হয়েছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এটি বাস্তবায়ন করবে।” তবে যদি ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হয়, তবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে