ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
Sharenews24

এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না

২০২৫ নভেম্বর ২৬ ১০:৪৫:৩৫
এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাদিজাতুল কুবরা। রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে কুবরা লেখেন, এতদিন তাকে নিয়ে কোনো বিতর্ক না থাকলেও রাজনীতিতে আসার পর বিভিন্ন ফেক আইডি ও ব্যক্তি তাকে উদ্দেশ্য করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি কিছু সাংবাদিকের বিভ্রান্তিকর প্রশ্ন ও ভিত্তিহীন অভিযোগ তাকে মানসিকভাবে চাপে ফেলছে বলেও উল্লেখ করেন তিনি। কুবরা দাবি করেন, ১৫ মাস কারাগারে থাকার সময়ও তিনি এতটা মানসিকভাবে বিপর্যস্ত হননি।

সম্প্রতি ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী নূর নবীর চিকিৎসার জন্য আয়োজিত একটি চ্যারিটি কনসার্টে অংশ নিয়ে মঞ্চে ৫০ হাজার টাকা সংগ্রহের ঘোষণা দেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গের অভিযোগ তোলা হলে সামাজিকমাধ্যমে সমালোচনা আরও বেড়ে যায়।

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২০ সালে অনলাইনে বক্তব্য প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি প্রায় ১৫ মাস কারাবন্দি ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে