ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপিং চূড়ান্ত, দেখে নিন কার সঙ্গী কে?

২০২৫ নভেম্বর ২৫ ২১:০৫:১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপিং চূড়ান্ত, দেখে নিন কার সঙ্গী কে?

সরকার ফারাবী: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আইসিসি। এবারের আসরে মোট ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপেই থাকছে পাঁচটি করে দল।

বাংলাদেশের জন্য অপেক্ষা করছে একটি চ্যালেঞ্জিং গ্রুপ। নবাগত ইতালি ও নেপাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েই সুপার এইটে যেতে হবে টাইগারদের। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে মাত্র দুই দলই এগিয়ে যেতে পারবে পরবর্তী পর্বে।

এদিকে ভারত–পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে, যা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা তৈরি হয়েছে। তাদের সঙ্গে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। আরেক গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী হবে আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। শেষ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ তালিকা:

গ্রুপ–১: ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র

গ্রুপ–২: বাংলাদেশ, ইতালি, ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ

গ্রুপ–৩: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে

গ্রুপ–৪: আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে