ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রকাশ পেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬- এর সম্ভাব্য সূচি

২০২৫ নভেম্বর ২৫ ১৮:২৮:৫৬
প্রকাশ পেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬- এর সম্ভাব্য সূচি

নিজস্ব প্রতিবেদক : আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্ভাব্য সূচি প্রকাশ পেয়েছে। টুর্নামেন্টটি ফেব্রুয়ারিতে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এবারের আসর যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা পরিচালনা করবে। সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হবে।

প্রতিবারের মতো এবারও ভারত–পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের গ্রুপে আরও আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

মোট ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে পাঁচটি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে। সুপার এইটে আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমি-ফাইনালে খেলবে।

ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ ভেন্যু

ভারত: কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ

শ্রীলঙ্কা: কলম্বো, ক্যান্ডি

ফাইনাল ম্যাচের জন্য মূল ভেন্যু আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ কলম্বোতে সরানো হবে। সেমি-ফাইনাল আয়োজন হবে মুম্বাই ও কলকাতা, পাকিস্তান সেমিতে উঠলে ম্যাচ হবে কলম্বোতে।

গ্রুপ বণ্টন

ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান

বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কানাডা

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে