ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত কম্পন

২০২৫ নভেম্বর ২৩ ১৪:০১:৫৮
৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত কম্পন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারের দাওয়ে এলাকায়, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

এর মাত্র দুই দিন আগে, শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। পরদিন শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয় দেশের বিভিন্ন স্থানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার মিয়ানমারেও তিনটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে যথাক্রমে ৩.৫ ও ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর রাত ১১টা ১ মিনিটে আরও ৩.৪ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ–মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বারবার কম্পন অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা ও প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে