ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পের কতদিন পর হতে পারে আফটার শক, যা জানাল এআই

২০২৫ নভেম্বর ২৩ ১১:০১:৩১
ভূমিকম্পের কতদিন পর হতে পারে আফটার শক, যা জানাল এআই

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর আফটার শক বা পরাঘাত নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জেমিনিকে জিজ্ঞেস করা হলে প্রযুক্তিটি বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করে। জেমিনির তথ্যমতে, ভূমিকম্পের প্রধান ঝাঁকুনির পর আফটার শকের স্থায়িত্ব নির্ভর করে কম্পনের মাত্রা ও ভূ-ত্বকের কঠিনত্বের ওপর। মূল ভূমিকম্প আঘাত হানার ফলে ভূ-ত্বকের চ্যুতি রেখায় যে অতিরিক্ত চাপ তৈরি হয়, পরাঘাতগুলো সেই চাপ ধীরে ধীরে মুক্ত করে অঞ্চলটিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনে। তবে দুর্বল বা ক্ষতিগ্রস্ত ভবনের ক্ষেত্রে সামান্য পরাঘাতও ঝুঁকিপূর্ণ হতে পারে।

এআই ব্যাখ্যা করে জানায়, আফটার শক মূল ভূমিকম্পের পর একই অঞ্চল বা আশপাশে সৃষ্ট ছোট কিন্তু অনুভূতিযোগ্য কম্পন। সাধারণত এসব পরাঘাত কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। পরাঘাতের বড় অংশই ঘটে প্রথম ৭২ ঘণ্টার মধ্যে—এই সময়ে সংখ্যা ও তীব্রতা দুইই বেশি থাকে। তবে প্রধান ভূমিকম্প যদি খুব শক্তিশালী হয়, অর্থাৎ ৭ দশমিক শূন্য বা তার বেশি মাত্রার, তাহলে আফটার শক কয়েক মাস বা কখনও–কখনও কয়েক বছর পর্যন্তও চলতে পারে। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জেমিনি জানায়, যখন এলাকার কম্পন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে, তখনই আফটার শক শেষ হয়েছে বলে ধরা হয়। এর আগে পর্যন্ত দুর্বল ভবন ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা জরুরি।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীকে কেন্দ্র করে সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রাণহানি ঘটে ১০ জনের। নিহতদের মধ্যে নরসিংদীর পাঁচজন, ঢাকার চারজন এবং গাজীপুরের একজন রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে