ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

WPL নারী নিলামে বাংলাদেশের যতজন ক্রিকেটার, দেখে নিন তালিকা

২০২৫ নভেম্বর ২২ ২৩:২৫:৫২
WPL নারী নিলামে বাংলাদেশের যতজন ক্রিকেটার, দেখে নিন তালিকা

সরকার ফারাবী: নারী ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। এবারের নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিন প্রতিভাবান ক্রিকেটার মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

সম্প্রতি অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে তাদের উজ্জ্বল পারফরম্যান্সই বড় মঞ্চে নাম লেখানোর প্রধান অনুপ্রেরণা।

ভিত্তিমূল্য ও প্রথমবার ডব্লিউপিএলে সুযোগের অপেক্ষা

এই তিনজন বাংলাদেশি ক্রিকেটারকেই নিলামে রাখা হয়েছে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ ৩৩ হাজার। কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কিনে নিলে, এটাই হবে তাদের প্রথম ডব্লিউপিএল অভিষেক যা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বড় অর্জন।

বিশ্বকাপে যাদের পারফরম্যান্স নজর কেড়েছে

মারুফা আক্তার (পেসার)

ইনসুইং দক্ষতায় আলো ছড়ানো এই ডানহাতি পেসার বিশ্বকাপে খেলেছেন ৬ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তার বোলিংয়ের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও।

স্বর্ণা আক্তার (অলরাউন্ডার)

৭ ম্যাচে ১১৬ রান এবং ৬ উইকেট নিয়ে ব্যাট–বল দু’দিকেই ছিলেন কার্যকর। মাত্র ৩৪ বলে অর্ধশতক করে টুর্নামেন্টের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

রাবেয়া খান (স্পিনার)

স্পিন বোলিংয়ে আলো ছড়ানো রাবেয়া ৭ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৭ রান।

প্রতিযোগিতা কঠিন: মাত্র ২৩টি বিদেশি স্লট

এবারের নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৮৩ জন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে রয়েছে মোট ৭৩টি স্লট, যার মধ্যে বিদেশিদের জন্য বরাদ্দ মাত্র ২৩টি।

অর্থাৎ মারুফা–স্বর্ণা–রাবেয়াদের ডব্লিউপিএলে জায়গা করে নিতে হলে তীব্র প্রতিযোগিতা পেরোতে হবে।

মার্কি ক্যাটাগরিতে বিশ্বসেরা ৮ তারকা

নিলামের সবচেয়ে আলোচিত অংশ মার্কি ক্যাটাগরিতে রয়েছেন ৮ জন আন্তর্জাতিক তারকা-

দীপ্তি শর্মা, রেনুকা সিং, সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের ও লরা উলভার্ট।

এদের মধ্যে বেশিরভাগের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ রুপি।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে