ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই

২০২৫ নভেম্বর ২২ ২২:৫৭:১২
ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ নিয়ে এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এই সমঝোতাগুলো দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্যসংক্রান্ত অপর সমঝোতা স্মারকে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

সমঝোতা স্মারক সইয়ের আগে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একান্তে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উভয়পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়, যেখানে বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে। ড্রুকএয়ারের বিশেষ বিমানে করে সকাল ৮টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে