ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

পাকিস্তান বনাম শ্রীলঙ্কার টি–টোয়েন্টি ম্যাচ: দেখুন সরাসরি(LIVE)

২০২৫ নভেম্বর ২২ ২১:৩৪:৪০
পাকিস্তান বনাম শ্রীলঙ্কার টি–টোয়েন্টি ম্যাচ: দেখুন সরাসরি(LIVE)

সরকার ফারাবী: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তান এগিয়ে চলছে একতরফা জয়ের পথে। ১২৮ রানের সাধারণ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারেই ৫৬/১ তুলে ফেলেছে বাবর আজমের দল। হাতে আছে ৯ উইকেট এবং জয়ের জন্য প্রয়োজন মাত্র ৭৩ রান সামনে বাকি ৭৮ বল। ম্যাচটি এখন প্রায় একপেশে হয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে আছে।

আলোচনা

শ্রীলঙ্কা ব্যাটিং শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানের ধারালো পেস–স্পিন আক্রমণে।

উইকেট হারাতে হারাতে তারা ইনিংস শেষ করে ১২৮/৭ টি–টোয়েন্টিতে প্রতিযোগিতামূলক স্কোর বলা কঠিন।

জবাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ইনিংসের গোড়াতেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চার–ছক্কায় চাপ বাড়িয়ে দেন লঙ্কান বোলারদের ওপর।

রান রেটের চাপ নেই, উইকেট হাতে যথেষ্ট জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ম্যাচ তথ্য

টুর্নামেন্ট: পাকিস্তান টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ

ম্যাচ: ৩য় টি–২০ আন্তর্জাতিক (ডে/নাইট)

ভেন্যু: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

তারিখ: ২২ নভেম্বর ২০২৫

শ্রীলঙ্কা: ১২৮/৭

পাকিস্তান: ৫৬/১ (৭ ওভার)

লক্ষ্য: ১২৯

পাকিস্তানের প্রয়োজন: ৭৩ রান (৭৮ বল বাকি)

উইকেট হাতে: ৯

ম্যাচ দেখার উপায়

সরাসরি দেখতে এখানেক্লিককরুন।

টিভি: PTV Sports, Ten Sports

অনলাইন: Daraz Live, Tapmad, Rabbithole, Toffee, ICC.tv (selected regions)

মোবাইল অ্যাপ: Daraz App, Toffee App

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে