ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা, জানা গেল উৎপত্তিস্থল

২০২৫ নভেম্বর ২২ ২০:২৫:০৮
৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা, জানা গেল উৎপত্তিস্থল

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে দুই দিনে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩ এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭।

এর আগে আজ একই দিনে সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে সারা দেশে তীব্রভাবে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ দেশের ব্যাপক এলাকা কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, বাংলাদেশ যেকোনো সময় আরও বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে, তবে ঠিক কবে হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে