ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম তিমুর ফুটবল ম্যাচটি ৫ গোলে শেষ: জানুন ফলাফল

২০২৫ নভেম্বর ২২ ১৪:৪৪:৪৫
বাংলাদেশ বনাম তিমুর ফুটবল ম্যাচটি ৫ গোলে শেষ: জানুন ফলাফল

সরকার ফারাবী: ২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ দাপট দেখিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। চীনের চংকিংয়ে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের যুবারা তিমুর-লেস্তেকে বিধ্বস্ত করেছে ৫-০ ব্যবধানে। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে আধিপত্য করেছে বাংলাদেশের তরুণরা। ম্যাচের নায়ক নিঃসন্দেহে আক্রমণভাগের ফুটবলার মোঃ মানিক দুটি গোল করার পাশাপাশি প্রথম গোলের অ্যাসিস্টও করেছেন।

ম্যাচের গোলবর্ণনা

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখতে থাকে। পাঁচটি গোল আসে পাঁচটি ভিন্ন মুহূর্তে-

১১ মিনিট (১-০): মানিকের নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল তুলে নেন রিফাত কাজী।

২৮ মিনিট (২-০): অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি-কিক থেকে বাম-পায়ের চমৎকার শটে নিজের প্রথম গোল করেন মানিক।

৪৩ মিনিট (৩-০): বিরতির ঠিক আগ মুহূর্তে মানিকের দ্বিতীয় গোল, ব্যবধান আরও বাড়ে।

৪৯ মিনিট (৪-০): দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলি খেলোয়াড় বায়োজিৎ বোস্তামির নিখুঁত শটে গোল।

৮৮ মিনিট (৫-০): দূরপাল্লার দুরন্ত শটে ম্যাচের শেষ গোল করেন আকাশ আহমেদ।

কোচ গোলাম রব্বানী ছোটনের প্রতিক্রিয়া

জোরালো এই জয়ের পর কোচ গোলাম রব্বানী ছোটন খেলোয়াড়দের প্রশংসায় ভাসান। তিনি বলেন,“পরিকল্পনা মাঠে শতভাগ বাস্তবায়ন করেছে ছেলেরা। শুরু থেকেই উচ্চচাপে খেলায় ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। এই জয় বাছাইপর্বের জন্য দারুণ বার্তা।”

টুর্নামেন্টের চিত্র

গ্রুপ: বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’-তে।গ্রুপের অন্য দল: চীন (স্বাগতিক), বাহরাইন, ব্রুনাই, শ্রীলঙ্কা এবং তিমুর-লেস্তে।

মূল পর্বে ওঠার নিয়ম: বাছাইপর্বের সাতটি গ্রুপের শুধুমাত্র চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূল এশিয়ান কাপ।সেখানে যোগ দেবে ২০২৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এএফসি কোটা পাওয়া ৯টি দেশ যেমন কাতার, উজবেকিস্তান, সৌদি আরবসহ অন্যান্যরা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী সোমবার, প্রতিপক্ষ ব্রুনাই।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে