ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা-৮ এ ভোটারযোগের সময় হাদি যা পেলেন তা অবিশ্বাস্য

২০২৫ নভেম্বর ২২ ১২:৩২:৪৭
ঢাকা-৮ এ ভোটারযোগের সময় হাদি যা পেলেন তা অবিশ্বাস্য

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার পর থেকে তিনি নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন।

শুক্রবার (২১ নভেম্বর) হাদি ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানিয়েছেন, সেগুনবাগিচার ভোটারযোগে মানুষ তাদের আতিথেয়তা এবং ভালোবাসায় অত্যন্ত আপ্লুত হয়েছেন। তিনি বলেন, “সারাদিন আমরা কোনোভাবে কোনো টাকা খরচ করতে পারিনি। যেখানে বিলের প্রয়োজন হয়েছে, স্থানীয়রা আগেভাগে বিল দিয়ে দিয়েছেন। ফেরার সময় ভোটাররা আমাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়েছেন পরের দিনের চা-নাশতার জন্য।”

হাদি আরও জানান, “আমরা কোথাও কোনো টাকা খরচ করি না, কোনো একজনকেও এক কাপ চা পর্যন্ত খাওয়াই না। উল্টো মানুষ আমাদের খাওয়ান এবং মূল্যবান সময় দিয়ে সাহায্য করেন। ফেরার সময় রিক্সা ভাড়াও জোর করে দিয়ে দেন।”

শনিবার (২২ নভেম্বর) সকালে আরেক পোস্টে হাদি জানান, রমনা থেকে ভোটারযোগ শেষে বাতাসা ও মুড়ির জন্য অনুপ্রেরণামূলক হাদিয়া পেয়েছেন। তিনি মজার ছলে বলেছেন, “এভাবে চলতে থাকলে ইলেকশনের আগেই আমরা ‘বড়লোক’ হয়ে যাব।”

শরীফ ওসমান হাদি বিশ্বাস করেন, বাংলাদেশের রাজনীতিতে মানুষের এই ভালোবাসা একদিন অন্যান্যদের জন্য রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে