ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগে গোপন পুনর্গঠন , তৃণমূলের বিস্ময়কর তথ্য

২০২৫ নভেম্বর ২২ ১১:১৪:৫৮
আ.লীগে গোপন পুনর্গঠন , তৃণমূলের বিস্ময়কর তথ্য

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানা জল্পনা চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন—হাসিনা কি আর রাজনীতিতে ফিরতে পারবেন?

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বীর আহমেদ জানান—“She is finished. আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই। নেতৃত্ব যদি বড় ভুল করে, তার শেষ আছে।”

শেখ হাসিনা রায়টিকে ‘ক্যাঙ্গারু কোর্টের পক্ষপাতদুষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও রায়কে ‘ফরমায়েশি’ বলে দাবি করছেন।

উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা বলেন—“মানুষ বুঝে গেছে এটা ফরমায়েশি রায়। এতে নেতাকর্মীরা বিচলিত নয়।”

তৃণমূলের আরেক নেতা জানান—“জনগণের মধ্যে এই রায়ের কোনো প্রভাব পড়বে না।”

রায়ের পরও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কোনো বিতর্ক নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন—“উনার নেতৃত্ব নিয়ে কারও প্রশ্ন নেই। যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তার নেতৃত্বেই আমরা এগোব।”

দলের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর যে নেতৃত্ব সংকট তৈরি হয়েছিল—গত এক বছরে তা কাটিয়ে ওঠা গেছে। ভারতের আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা এখনও দলকে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন বলেও স্বীকার করেছেন তৃণমূল নেতারা।

এক উপজেলা নেতা জানান—“নেত্রী বলেছেন, যে এলাকায় যে কাজ করবে, সে-ই সেই এলাকার নেতা। এরপর সবাই সক্রিয় হয়েছে। ইউনিয়ন–ওয়ার্ড পর্যায়ে আমরা এখন শক্ত নেটওয়ার্ক গড়ে তুলেছি।”

আদালতে দণ্ডিত হওয়ার পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে।তবে দলের তৃণমূলের ধারণা—ভারত এতে সাড়া দেবে না, ফলে দণ্ড কার্যকর করাও বাস্তবে সম্ভব হবে না।

নিষিদ্ধ থাকায় প্রকাশ্যে সভা–সমাবেশ না হলেও দলীয় কার্যক্রম থেমে নেই বলে দাবি করেছেন তৃণমূল নেতারা।তাদের ভাষায়—“কাজের ধরনে কিছু পরিবর্তন এসেছে। কিন্তু আমরা আগের চেয়ে এখন বেশি সক্রিয়।”

নাছিম বলেন—“আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধই থাকবে। এত প্রতিকূলতার পরও কেউ দল থেকে বের হয়ে যায়নি। শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।”

অধ্যাপক সাব্বীর আহমেদের মতে—“দলের প্রায় ৫০ কেন্দ্রীয় নেতা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না—সেটাই সন্দেহ। আগামী ৫–১০ বছরেও তা সম্ভব নাও হতে পারে।”

তিনি মনে করেন—দলের পুনর্গঠন (re-grouping) কঠিন হবে,ভাবমূর্তি সংকট কাটিয়ে ওঠা আরও কঠিন,জুলাই আন্দোলনের প্রাণহানির দায় স্বীকার করে হাসিনা সরে দাঁড়ালে দল বাঁচতে পারত

তার ভাষায়—“এক বছর ধরে তার হাতে সুযোগ ছিল। কিন্তু তিনি উল্টো সিদ্ধান্ত নিয়ে দলকে আরও বিপদে ফেলেছেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে