ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

২০২৫ নভেম্বর ২২ ১০:৫৪:২৭
মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে এক অপ্রত্যাশিত বৈঠকে মিলিত হয়েছেন। কয়েক সপ্তাহ আগেও যাকে ট্রাম্প “শতভাগ কমিউনিস্ট লুনাটিক” বলে আক্রমণ করেছিলেন, সেই মামদানিকেই এবার তিনি শান্ত পরিবেশে স্বাগত জানান। বৈঠকটি সম্পন্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। — রয়টার্স

ওভাল অফিসে আয়োজিত এই বৈঠকের সরাসরি সম্প্রচার ট্রাম্পের জন্য ছিল রাজনৈতিকভাবে স্বস্তিদায়ক। বিশেষ করে জেফ্রি এপস্টেইন–সংশ্লিষ্ট তথ্য প্রকাশ নিয়ে সাম্প্রতিক সমালোচনার পর এই সাক্ষাৎ তাকে নতুন আলোচনায় এনেছে।

বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন—“আমাদের মধ্যে এত মিল থাকবে, তা ভাবিনি।”তিনি মামদানিকে “মিস্টার মেয়র” বলে সম্বোধন করেন এবং নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে তার সফলতা কামনা করেন।

উভয় নেতা জানান, তাদের ব্যক্তিগত বৈঠকে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং সাশ্রয়ী জীবনযাপন—এই বাস্তব ও জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এগুলোই ছিল মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় প্রতিশ্রুতি।

ট্রাম্প বলেন, মামদানির কিছু ভাবনা তার নিজের নীতির সঙ্গে মিল আছে। এমনকি তিনি দাবি করেন, তার কিছু সমর্থকরাও মামদানিকে ভোট দিয়েছেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিক হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের মামদানির আহ্বানে ইতিবাচক সাড়া দেন।

উভয় নেতা অভিবাসন নীতি এবং গাজার যুদ্ধ—যে ইস্যুগুলোতে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন—সেগুলো সচেতনভাবেই আলোচনায় আনেননি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে